সেই’বার চিঠি দিবসে কী ঝমঝমে বৃষ্টি!
মনে হইলো, আকাশ যেন মাটিরে লেখতাছে,
সৃষ্টিলগ্নের ভুইলা যাওয়া মেঘপ্রেমের চিঠি।
চিঠির পরতে পরতে লাইগা আছে ভেজা মাটির ঘ্রাণ।
আমি অবাক হইয়া ভাবি, আকাশ এতো দূরে থাইকা—
মাটির স্পর্শ পাইলো কেমনে?
নাকি ভালোবাসলে, আকাশ সমান দূরে থাইকাও,
স্পর্শ পাওয়া যায়?



