আমি চেয়েছিলাম,
তোমার সজল চোখের মাসকারা হতে।
ঠিক পাপড়ির উপরে—
সূক্ষ্ম হাতে বোনা অজস্র সরলরেখা।
মিশ্রিত কাজল কালোর মাঝে,
আমাকে তুমি ঠিক খুঁজে পেতে।
যেমন খুঁজে পেতে,
তোমার মাতৃপ্রাপ্ত নীল শাড়ির পাড়ে।
অথবা কৌটায় লুকিয়ে রাখা কোনো পুরনো চিঠির ভাঁজে।
বুকশেলফের অপঠিত তাকে অনাকাঙ্ক্ষিত বই হিসেবে,
তুমি আমায় পেতে!
আমার সহাবস্থান একদিন তুমি ঠিকই টের পেতে,
তুমি বুঝতে,
বহুদূরে থেকেও— আমি মূলত আছি,
তোমারই মাঝে।



