গভীর রাতে দুঃস্বপ্নে জেগে উঠলে,
তুমি আমায় ভরসা দিও।
অগোছালো চুলে হাত রেখে বলো,
এইতো আছি আমি, তোমার পাশে।
কঠিন কোনো পরিক্ষার আগে,
তুমি আমায় ভরসা দিও।
আঙ্গুলে আঙ্গুল রেখে বলো,
আমি থাকতে ভয় কিসের?
ভরপুর বর্ষাতে নৌকায় উঠলে,
তুমি আমায় ভরসা দিও।
শাপলটা একটু দূরে থাকলেও,
আমার হাতেই তুলে দিও?
বেশ মন খারাপের দিনে,
তুমি আমায় ভরসা দিও।
আনমনে আরেকটা বার বলে উঠো,
কোনোদিন ছেড়ে যেও না আমায়!
বৃষ্টির দিনে আকাশ ডেকে উঠলে,
তুমি আমায় ভরসা দিও।
নির্দোষ গালে আলতো ছুঁয়ে বলো,
কেটে যাক সব অন্ধকার,
আর আছে যত কালো!
ভরসা হারানোর অমোঘ দিনেও,
তুমি আমায় ভরসা দিও।
মাঝ রাস্তায় হঠাৎ দাঁড়িয়ে,
শেষ আরেকটা বার,
তুমি আমায় ভরসা দিও,
ভরসা দিও।