কুয়াশার মৃত্যু হলে যেমন পড়ে থাকে বিষন্ন পথ,
আমি তেমন পড়ে আছি এক বৃদ্ধ বৃক্ষের নিচে,
শুধু তুমি ফিরবে বলে—
আমি আজো বসে আছি এক পরিচয়হীন দরজায়।
শুধু একটা গলার স্বর,
আমাকে এনে দিতে পারে সভ্যতার সকল সুখ।
দু'জোড়া রঙিন চুড়ি,
ফিরিয়ে দিতে পারে, গত হওয়া সব মেঘমুক্তি।
শুধু তুমি ফিরবে বলে—
দেখো কেমন উদাস হয়ে আছি,
অস্তমিত পৃথিবীর 'পরে।



