বহুবার আমি দু'হাত মেলেছি, আকাশের পানে,
ডানা মেলা পাখিদের সঙ্গী করে,
উড়ে গিয়েছি দেশ-দেশান্তরে।
বহুবার আমি মুখ ডুবিয়েছি, নতুন বর্ষার জলে,
শালুকের বেশে কতো,
স্মৃতি হয়ে রয়েছি আমি, তোমার মানসপটে।
বহুযুগ ধরে হাঁটছি আমি, কোনো উদাস নদীর তীরে,
তোমাকে পাবো বলে?
নাকি তোমাকে হারিয়েছি বলে?
কতোবার আমি আসমান পেরিয়ে গিয়েছি ছুটে,
বিরল ছায়াপথের সব অচেনা নগরীতে,
গ্রহে-উপগ্রহে।
কতোকাল আমি অপেক্ষায় কাটিয়েছি,
ধূম্রমান মেঘের পরিচিত আবডালে,
তোমাকে পাবো বলে?
নাকি তোমাকে হারিয়েছি বলে?