চন্দ্রিমা, বর্ষার পানি শুকিয়ে এসেছে।
একদিন তুমি মন খারাপ করে বললে,
তোমার পছন্দের কচুরিপানা ফুলের নাকি,
কোনো সুন্দর নাম নেই।
তুৃমি বললে, আজ থেকে তাদের নাম— চন্দ্রিমা।
এখন বর্ষার পানি নামলেই,
আমি নেমে পড়ি নরম মাটির ক্ষেতে।
আধো কাদায় পা ডুবিয়ে বলে উঠি,
চন্দ্রিমা উদ্যান!



