রাঙা চোখ তোমার
কুয়াশায় দেখেছিলাম একদিন।
এমনি এ' পৃথিবীর ঘোর অন্ধকারে,
শীতে— হতাশাতে,
তোমার চোখ আমায় দিয়েছিলো ঠাঁই।
তুমি তাকালেই বরং এসেছে রোদ,
আর— উষ্ণতা।
এমনি এ' পৃথিবীর ঘোর অন্ধকারে,
আরো একবার হিম হয়ে যেতে— আমি
অপেক্ষায় থাকি তাই।
আজ কতো বছর হয়, হিম হয়ে আছি।
তারপর— হঠাৎ কুয়াশায়,
রাঙা চোখ তোমার
দেখেছিলাম একদিন।



