এইযে আকাশের নীল কমে যায়,
নিভে যায়, তোমার চুল রাঙানো আলোর প্রভা,
জমে থাকা বিন্দু বিন্দু ব্যথারা মেঘ হয়ে আসে,
তারপর আসে সন্ধ্যা।
সন্ধ্যার মিশুক হাওয়ায় যখন,
বুলবুলিটা উড়ে যায়, তখন—
পৃথিবীর প্রভার সাথে আমিও ডুবে যাই খুব।
বিন্দু বিন্দু ব্যথারা একসময়,
জমতে শুরু করে, আলবার্টার পাহাড় চূড়ের মতো।
তুমি কই? এই প্রশ্নের জবাব দেয় না কেউ।
আমি কেবল অপূরনীয় আশায় চেয়ে থাকি রোজ,
কেননা চেয়ে থাকাই জীবনের শেষ আশ্রয়।



