অনেক তো হলো প্রাপ্তি,
বহু প্রাপ্তির পর তুমি এসে বলতেই পারো,
কিছু প্রাপ্তি হয় অপ্রাপ্তি!
অনেক তো হলো উল্লাস,
সব উল্লাস শেষে তুমি এসে বলতেই পারো,
কিছু সুখ হয় বিষাদ।
অনেক তো হলো দেখা,
শেষ দেখার পর তুমি এসে বলতেই পারো,
কিছু দেখা হয় বিদায়।
অনেক তো হলো স্মৃতি,
ভুলে যাওয়ার আগে তুমি এসে বলতেই পারো,
কিছু স্মৃতি হয় বিস্মৃতি।
অনেক তো হলো সময়,
শেষ সময়ে এসে তুমি বলতেই পারো,
কিছু সময় হয় বৃথা।
তুমি চলে যাও,
পৃথিবীর নিয়ম বদলায়,
তবু একদিন এসে বলতেই পারো,
কিছু প্রস্থান হয় অনুরাগ।